Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আদিবাসীদের উপর চলমান নির্যাতন অবিলম্বে বন্ধের দাবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫১, ৩১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদিবাসীদের উপর চলমান নির্যাতন অবিলম্বে বন্ধের দাবি

ছবি: বহুমাত্রিক.কম

দিনাজপুর : দিনাজপুর জেলার আদিবাসীদের উপর চলমান নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে রোববার দিনাজপুর প্রেস ক্লাব মিলানায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা খোকন সুইটেন মুরমু।

সংবাদ সম্মেলন থেকে দিনাজপুর জেলার আদিবাসীদের উপর চলমান নির্যাতন, অপহরন, গুম, লাঞ্ছনা ও ভূমি দখলের প্রতিবাদে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উপর সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, দখল হয়ে যাওয়া আদিবাসীদের সম্পত্তি আদিবাসীদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ, সকল খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্টনের ক্ষেত্রে আদিবাসীদের প্রাধান্য দিয়ে জমি বন্টনসহ দেশব্যাপি আদিবাসীদের উপর জুলুম-নির্যাতন-নিপীড়ণ-ভূমি দখল-উচ্ছেদ-ধর্ষণ-হত্যার বিচার এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও সংকট নিরসনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ও রিজ স্কুলের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম বলেন, আদিবাসীরা এ দেশ স্বাধীন হবার পর থেকেই অত্যাচারিত হচ্ছে। তখন থেকেই তারা তাদের ভূমি হারাচ্ছে।

তিনি বলেন, এই প্রতিবেদনে যেসব মানবাধিকার লংঘনের এবং ভূমি হারানোর ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। এখন পর্যন্ত কোন সরকারই আদিবাসীদের দিকে সেভাবে সুনজর দিতে পারেনি। অনেকইে ভালো ভালো কথা বললেও কাজে তার প্রতিফলন দেখা যায়নি। আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও সমতলেন আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি জানাই।’

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা বলেন, ‘আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের ঘটনা দেশের অন্যন্য সংখ্যালঘু সম্প্রদায়ের তুলনায় অনেক বেশি। এর কারণ জমি দখল এবং তাদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র। এ জন্যে অবশ্যই সমতল আদিবাসীদের পৃথক ও স্বতন্ত্র ভূমি কমিশনের প্রয়োজন রয়েছে। এই সরকারের নেতৃত্বাধীন আওয়ামীলীগের নির্বাচনে ইশতেহারের একটি অঙ্গিকার হিসেবে আদিবাসীদের জন্যে অবশ্যই পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করা প্রয়োজন।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দিন বাচ্চু বলেন, ‘আদিবাসীরদের উপর চলমান নির্যাতন ও উচ্ছেদের মত ঘটনা অহরহ ঘটেই চলছে। সাম্প্রতিক আলোচিত ঘটনাসহ পূর্বের ঘটনাগুলিকেও ফলোআপের মাধ্যমে সংবাদ মাধ্যমে আনা হলে ঘটনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে পড়বে এবং প্রশাসন সেভাবে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে পারবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মারান্ডি, সাধারন সম্পাদক আলেকজান্ডার হাঁসদক, সাংগঠনিক সম্পাদক রবীন হেমরম, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী উরাঁও, জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবলাল টুডু, দপ্তর সম্পাদক সাগেন হাঁসদাক, নাগরিক উদ্যোগ ও কাপেং ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. নূরুল হক টিটো, নবদ্বীপ কুমার লাকড়া প্রমূখ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer