Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আদিবাসী মোহনলাল পাহান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদিবাসী মোহনলাল পাহান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুরনগর (শিয়ালাপাড়া) গ্রামের আদিবাসী কৃষক মোহনলাল পাহান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস।

সমাবেশর পূর্বে জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থানে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঐক্যন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। প্রধান বক্তা জাতীয় আদিবাসী পরিষদকেন্দ্রীয় কমিটির, সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক গোলাপ।

এমএসএমসি’র প্রতিনিধি অনিক আসাদ, জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, হিল ইউমেনস ফেডারেশন সভাপতি চঞ্চনা চাকমা, নওগাঁ জেলা বাসদ সমন্বয়ক জয়নুল আবেদিন মুকুল, জয়পুরহাট জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক কমল মিনজী প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ সঞ্চালনা করেন আদিবাসী যুব পরিষদের সাধারন সম্পাদক নরেন চন্দ্র পাহান। বক্তারা মোহনলাল হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।-বিজ্ঞপ্তি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer