Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আদালতের আদেশ উপেক্ষা করে গরুর হাট

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৪, ১৭ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদালতের আদেশ উপেক্ষা করে গরুর হাট

ঝালকাঠি : ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় আদালতের আদেশ উপেক্ষা ও জেলা প্রশাসনের নির্দেশনা লংঘন করে বিরোধী জমিতে গরুর হাট বসানোকে কেন্দ্র করে দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

গুরুধাম এলাকায় পুরাতন গরুর হাটের স্থানে অস্থায়ী ট্রাকষ্টান্ড স্থাপন ও তার বিরুদ্ধে আদালত স্থিতাদেশ জারি করলেও ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাংসহ একপক্ষ জেলা প্রশাসনকে ভূল বুঝিয়ে গরুর হাটের আয়োজন করায় দু’পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় একটি বাড়ীর বাগানের দেড়কাঠা জমিতে গরুর হাটের অনুমতি নিয়ে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সড়কের পার্শবর্তী এক কিলোমিটার এলাকা জুড়ে গরুরহাট বসানোর আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোর ভূমিকা না নিলে বিরোধীও দুপক্ষে সংহিংসতা ও গরুর হাটে আগত ব্যবসায়ীরা আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে বলে নিরপেক্ষ সূত্র জানিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমানের সভাপতিতে ঈদ-উল আযহাকে সামনে রেখে পশুর হাটের ইজারাদারসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গন্যমান্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ঝালকাঠির সকল সড়ক-মহাসড়কে কোন গরুর হাট বসাতে না দেয়ার ঘোষণা দিয়েছে।

আদালতের আদেশ সূত্রে প্রকাশ, বরিশাল-ঝালকাঠি বাসষ্টান্ড থেকে শহরে প্রবেশের প্রধান সড়কের পাশে গুরুধাম এলাকায় সড়ক বিভাগের পতিত জমিতে ইতিপূর্বে ইদুল ফিতরের পূর্বে গরুর হাট মেলানো হলেও প্রায় ৬মাস পূর্বে উক্ত জমিতে পৌরকর্তৃপক্ষ একটি অস্থায়ী ট্রাকষ্টান্ড স্থাপন করেন। কিন্তু স্থানীয় কতিপয় বাসিন্ধা উক্ত জমিতে তাদের মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করলে আদালত স্থিতাদেশ জারি করে। এক উক্ত স্থিতাদেশ বাতিলের দাবিতে জেলা জজ আদালতে আবেদন জানালে গত ১৪ আগষ্ট স্থিতাদেশ বহাল রেখে আবেদন খারিজ করে দিলে বার্ষিক গরুর হাট বসানোর প্রক্রিয়াও অনিশ্চিত হয়ে পরেছে।

অন্যদিকে গত ১৪ আগষ্ট স্থানীয় আঃ মজিদ হাং, আঃ হামিদ খান, জাহাঙ্গীর হোসেন, মোফাজ্জেল হোসেন, জামাল হোসেন, আবুল কালামসহ ৭জন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন, কাউন্সিলর দুলাল হাংসহ কয়েকজন গুরুধাম যে স্থানে গরুর হাট বসানোর আবেদন করেছে সেখানে আদালতের স্থিতাদেশ প্রদান করেছে এবং আবাসিক এলাকা হওয়ায় গরুরহাট বসানোর মতো কোন পরিবেশ না থাকায় সেখানে গরুরহাট বসানোর অনুমতি না দেয়ার জন্য আবেদন জানান। তবে দুলাল স্থানীয় একটি বাড়ীর বাগানের দেড়কাঠা জমিতে গরুরহাট বসানোর অনুমতি নিয়ে টাকা থাকলে দেশে বাঘের চোখ মেলে বলে এলাকার মানুষের সাথে দম্ভোক্তি করছে বলে তারা অভিযোগে আরো জানান।

এবিষয়ে গরুরহাটের আবেদনকারী ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাং,পুরানো গরুরহাট বসানোর স্থানে আদালতের স্থিতাদেশ থাকার কথা স্বীকার করে সে স্থান থেকে সড়িয়ে গরুরহাট বসানোর অনুমতি নেয়া হয়েছে বলে দাবি করেন। তবে সড়কের উপর গরুরহাট কেনো বসাচ্ছেন জানতে চাইলে কোন দসুত্তোর দিতে পারেনি।

এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন এক কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে রাস্তার উপর কোন গরুর হাট বসালে হাটের ইজারাদার ও গরুর ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান। যারা প্রশাসনের অনুরোধ শুনবে না তাদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে কর্মকর্তারা জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer