Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আত্মহত্যা রুখতে স্বপ্ন ও ভালোবাসা জাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আত্মহত্যা রুখতে স্বপ্ন ও ভালোবাসা জাগাতে হবে

ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : সমাজে ব্যাধির মত ছড়িয়ে পড়া আত্মহত্যার প্রবণতা যেমন বহু তাজা প্রাণ ঝরিয়ে দিচ্ছে, তেমনি বহু সম্ভাবনাকেও থামিয়ে দিচ্ছে। তাই এই ব্যাধিকে সমাজ থেকে দূর করতে হলে জীবনকে ভালোবাসতে হবে-সবার মাঝে স্বপ্নকে জাগিয়ে রাখতে হবে। 

বৃহস্পতিবার ‘নো মোর সুইসাইড’ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে আত্মহত্যা বিরোধী সচেতনতামূলক এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমবেশে স্বাগত বক্তব্য প্রধান করেন নো মোর সুইসাইডের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসার ইসমত নুর জাহান মীম।

সমাবেশে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, সমাজে আত্মহত্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে এটা স্কুল পড়ুয়া ছাত্রীদের মাঝেও দেখা যাচ্ছে।এর থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সচেতন হতে হবে। জীবনকে ভালোবাসতে শিখতে হবে।

সমাবেশে যোগ দিয়ে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বলেন, আমাদের সবাইকে জীবনকে আরও স্বপ্নময় করতে হবে। আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না। 

আয়োজক সংগঠনের সভাপতির নাট্য নির্মাতা তারেক মিয়াজী বলেন, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩১৫০ জন সারাদেশে আত্মহত্যা করেছে। গত বছর সারাদেশে ১০ হাজারেরও অধিক মানুষ আত্মহত্যা করেছেন। যা রীতিমতো আঁতকে উঠার মতো।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের দেশে মাত্র ২০০ টি মানসিক স্বাস্হ্য কমপ্লেক্স আছে, যা খুবই অপ্রতুল। মানসিক স্বাস্হ্য সুরক্ষায় আমাদের আরও নজর দিতে হবে। বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে হবে।

তারেক মিয়াজী জানান, দেশে আত্মহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। যারা মানসিক বিষাদে ভুগছেন তাদের চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, মানতে হবে হতাশাও একধরণের অসুস্থতা। পরিবোরের মাঝে সম্পর্কগুলো আরও নিবিড় করতে হবে। সর্বোপরি জনসচেতনতা গড়তে হবে। তাহলে একসময় এই ব্যাধি দূর হবে। 

সমাবেশে স্কুল পড়ুয়া বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ও তরুণ-তরুণীরা অংশ নেয়। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer