Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আগ্নেয়গিরির ছাইয়ে দ্বিতীয় দিনেও অচল বালি বিমানবন্দর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আগ্নেয়গিরির ছাইয়ে দ্বিতীয় দিনেও অচল বালি বিমানবন্দর

ঢাকা : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় দ্বিতীয় দিনের মত বালি আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বুধবার পর্যন্ত দেশটির পর্যটন নগরী বালির নাগুড়া রাই বিমান বন্দরটি বন্ধ থাকবে। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার এয়ার নেভ কর্মকর্তা উয়িজনো ডারজোনো বলেন, ‘আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ায় বিমান চলাচল রুট বিপজ্জনক হয়ে পড়েছে।

ফলে নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।’ তিনি বলেন, মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে ছাই আকাশসীমার তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ গতকাল (সোমবার) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করে।

বিমান বন্দর আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করায় হাজার হাজার পর্যটক আটকে পড়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে প্রায় ৪০ হাজার নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এএফপি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer