Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

আগৈলঝাড়ার শুটকি পল্লীর ব্যবসায়ীদের মানবেতর জীবন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০৪:৩৮, ২৫ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

আগৈলঝাড়ার শুটকি পল্লীর ব্যবসায়ীদের মানবেতর জীবন

ছবি: বহুমাত্রিক.কম

বরিশাল : মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত বিল বাওড় ঘেরা বরিশালের আগৈলঝাড়া উপজেলা। এ অঞ্চলের শত শত পরিবার শুটকি মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছে।

উপজেলার পয়সারহাট-ত্রিমুখী এলাকায় নদীর উপকূল এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে শুটকি পল্লী। এ অঞ্চলের সুস্বাদু মিঠা পানির নানা প্রজাতির মাছ সারা দেশে সরবরাহ হয়ে আসছে। মাছ ধরার পেশার সাথে জড়িত দরিদ্র পরিবারগুলো অধিক লাভের আশায় বছরের আশ্বিন মাসের প্রথম থেকে পরবর্তী ৬ মাস শুটকির কাজ পেশা হিসেবে বেছে নেয় জেলেরা। প্রায় একযুগ পূর্বে থেকে বানিজ্যিকভাবে গড়ে ওঠে পয়সারহাট-রাজাপুর-ত্রিমুখীসহ উপজেলার বিভিন্ন স্থানে শুটকি পল্লী।

শুটকি তৈরীতে বিভিন্ন প্রকার মাছের মধ্যে পুঁটি, শৌল, টেংরা, খলিশা, পাবদা, কৈ, শিং, মাগুর, মেনি, ফলি উল্লেখযোগ্য। ব্যবসায়ী মন্মথ রায়, সেকেন্দার চৌকিদার, অশোক রায়, সোবহান মিয়া, দিলীপ অধিকারী, জয়নাল চৌকিদার, অবনী রায়, মঙ্গল অধিকারী, নরেশ তালুকদার বলেন, বাজার থেকে ১ মন (৪০ কেজি) কাচামাছ ক্রয় করে শুকালে ১৫-২০ কেজি শুটকি মাছ পাওয়া যায়।

বর্তমানে প্রতি মন কাচা পুঁটি মাছ ক্রয় করতে হয় ১৫শ’ টাকা, তিনমন কাচা মাছ শুকালে ১মন শুটকি তৈরী হয়। যার বর্তমান বাজার মুল্য ৪ হাজার ৬শ’ টাকা রয়েছে। গত বছর ১ মন শুটকি পুঁটি মাছ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এবছর সেই শুটকি ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ পূর্বের চেয়ে কয়েকগুন বেশী দামে তাদের কাঁচা মাছ কিনতে হচ্ছে।

ওই পল্লীর মাছ কাটার কাজে নিয়োজিত রাজাপুর গ্রামের সন্ধ্যা অধিকারী, আয়না বেগম, পপি অধিকারী, শোভা রানী জানান, বছরে ৬ মাস মাছ কাটার সাথে নিয়োজিত থাকলেও বাকি ৬ মাস অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়। তারা আরও জানান, ছেলে-মেয়েরা স্কুলে লেখাপড়া করছে।

মাছ কেটে যা আয় করি তা দিয়ে বহু কষ্টে জীবনযাপন করছি। তারা আরও বলেন, বর্তমানে শুকনা মৌসুমের শুরুতে মাছ বেশী পাওয়া গেলেও মাঝামাঝি সময়ে বিলে মাছ কম থাকায় তাদের দু:খ-দুর্দশা বেড়ে যায়।

শুটকি পল্লীর ব্যবসায়ী পয়সারহাটের মন্মথ রায় জানান, সরকারিভাবে কোন সহজ শর্তে ঋণ না পাওয়ায় প্রতিবছরই দেনাগ্রস্থ হতে হচ্ছে। বরিশালের আগৈলঝাড়া শুটকি পল্লীর সাথে জড়িত মৎস্যজীবিরা সরকারের কাছে সাহায্যের পরিবর্তে সহজ শর্তে ঋণ আশা করছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer