Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আগুন নিয়ে খেলবেন না : ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ২৩ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আগুন নিয়ে খেলবেন না : ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

ঢাকা : ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বৈরী নীতি গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, `আগুন নিয়ে খেলবেন না, তাহলে আপনাকে অনুতপ্ত হতে হবে।` ইরানি নিউজ এজেন্সি ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, আমরা একটি গৌরবময় জাতি। অতীতকাল থেকেই এ অঞ্চলের সমুদ্রপথে আমরা নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আসছি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি বিপরীত ফল বয়ে আনবে। এমন হুমকি ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করবে। আমরা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে পরাজিত করবো।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই জানতে হবে ইরানিরা কখনোই কারো কাছে নতিস্বীকার করবে না।

প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত ৮ মে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer