Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

আগামী সপ্তাহে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ৩০ জুন ২০১৭

আপডেট: ১২:২২, ৩০ জুন ২০১৭

প্রিন্ট:

আগামী সপ্তাহে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

ঢাকা : প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানিতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একটি সম্মেলনে এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। খবর রয়টার্স’র

বৃহস্পতিবার হোয়াইট হাউস ও ক্রেমলিন জানায়, আগামী ৭-৮ জুলাই হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন বসছে। এই সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ট্রাম্পকে জয়ী করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে আছেন ট্রাম্প। এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রথম বৈঠকটি হতে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer