Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আগামী বছরেই দেশে চালু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ৯ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১৯:৫৩, ৯ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

আগামী বছরেই দেশে চালু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট

ছবি: পিআইডি

ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ ৫০০ শয্যার বিশিষ্ট ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে’-এর উদ্বোধন আগামী বছর সেপ্টেম্বরে।

শনিবার রাজধানীর চানখারপুলে ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে’র নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা থাকলেও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিসাপেক্ষে আগামী বছর সেপ্টেম্বরের যেকোনো দিন এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন।

বিশ্বের সর্ববৃহৎ এ বার্ন ইনস্টিটিউটটি নির্মিত হলে পোড়া রোগীদের সুচিকিৎসার পাশাপাশি রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল (ডাক্তার, নার্স ও অন্যান্য) তৈরি করা সম্ভব হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer