Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আগামী দুইদিন কালবৈশাখীর আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ৭ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আগামী দুইদিন কালবৈশাখীর আশঙ্কা

ঢাকা : রোববার ও পরদিন ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে ঝড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে এ কথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। কালবৈশাখীর সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যান্য অঞ্চলেও কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও এই অঞ্চলগুলোতে সম্ভাবনাটা একটু বেশি থাকবে।যখন আকাশে কালো মেঘ দেখা যাবে তখন জীবন রক্ষার্থে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খুব বেশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম তবে এরপরে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলেও জানান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer