Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আগামী অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ১২ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আগামী অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব

ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৬-’১৭ অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে।

তিনি রোববার সংসদে সরকারি দলের সদস্য মোহাঃ গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, ২০১৫-’১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দ ছিল ৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আগামী ২০১৬-’১৭ অর্থবছরে এ খাতে ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালে জুলাই থেকে ২০১৮ সালে জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, ‘বীজ ও উদ্ভিদ কার্যক্রম’-এর জন্য ২০১৫-’১৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৭৮ কোটি ২৯ লাখ টাকা। ২০১৬-’১৭ অর্থবছরে এ খাতে ১শ’ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer