Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আখতার হোসেন ও শাহনেওয়াজ আলী-কে ইউজিসির পূর্ণকালীন সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ জানুয়ারি ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আখতার হোসেন ও শাহনেওয়াজ আলী-কে ইউজিসির পূর্ণকালীন সদস্য নিয়োগ

ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শাহনেওয়াজ আলী-কে।

এর মধ্যে আখতার হোসেন আগে থেকেই সদস্যর দায়িত্ব পালন করে আসছিলেন। মেয়াদ শেষে তাকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। চার বছরের জন্য তারা এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।

সম্প্রতি ইউজিসি’র পূর্ণকালীন সদস্য মোহাব্বত খান, আবুল হাশেম ও আখতার হোসেনের মেয়াদ শেষ হয়।

ইউজিসিতে চেয়ারম্যান ছাড়াও পাঁচজন পূর্ণকালীন সদস্য রয়েছেন। এখন ইউজিসিতে চারজন সদস্য হলেন। এখনো একজন সদস্যের পদ খালি রয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer