Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

আক্কেলপুরে বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত অর্ধশত বাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৫, ২০ আগস্ট ২০১৭

আপডেট: ০২:৫০, ২০ আগস্ট ২০১৭

প্রিন্ট:

আক্কেলপুরে বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত অর্ধশত বাড়ি

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের তুলশীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ নতুন করে ভেঙ্গে সদর রাস্তাসহ প্রায় অর্ধশতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। এ ঘটনায় নতুন করে পানিবন্দি হয়েছে অর্ধশত পরিবার। শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকালে পৌর সদরের নবাবগঞ্জ (পারঘাটি) এলাকায় তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে যায়। এত নতুুন করে আক্কেলপুর- বগুড়া সড়ক সহ অর্ধশত বাড়ি ঘড়ে বন্যার পানি প্রবেশ করে। সেই সাথে জেলা পরিষদের ডাকবাংলা, কৃষি ব্যাঙ্ক ও উপজেলা পরিষদে পানি প্রবেশ করতে থাকে। মুহুর্তের মধ্যে অকেক বাড়িতে পানি প্রবেশ করায় তাদের মালামাল পানিতে তলিয়ে যায়। ওই সড়কে যানচলাচলে ব্যাপক দূর্ভোগের সৃষ্টি হয়।

ভাংগা বাঁধ এলাকা জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা (ভারপ্রাপ্ত),উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গতরা এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পাননি বলে জানালেন পানিবন্দী শহিদুল ইাসলাম, মিলন হোসেন, খোকন, সুলতান, মোস্তফা প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer