Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আওয়ামীলীগের সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৪, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০১:১৫, ২৪ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

আওয়ামীলীগের সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী

ঢাকা : আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিনে বিএনপির কোন প্রতিনিধি দল যোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশে মিনিমাম গণতন্ত্রের পরিবেশ যদি থাকতো তাহলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগ দিতো। বিএনপির বিরুদ্ধে লাগামহীন অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়েই চলছে আওয়ামী লীগের নেতারা। এটাকে অতিক্রম করে সম্মেলনে গেলে জনগণ মেনে নিতোনা। তাই বিএনপির সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলেই আমি মনে করি।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগদান না করে লাভবান হয়েছে। কারণ, জনগণ মনে করে বিএনপি তাদের সমর্থন নিয়েই গণতান্ত্রিক রাজনীতি করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer