Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আউস চাষে ৩২ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২১:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

আউস চাষে ৩২ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা

ছবি-পিআইডি

ঢাকা : আসন্ন গ্রীষ্ম মওসুমে আউস চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।

উচ্চফলনশীল স্থানীয় আউস ও নেরিকা চাষে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণের যোগান দিতে ২ লাখ ২৫ হাজার ৯৮৮ জন কৃষককে এ প্রণোদনার টাকা দেয়া হবে। নেরিকা হচ্ছে তুলনামূলক কম সময়ে উৎপাদনশীল ক্ষরাসহিষ্ণু জাত। ২০০৯ সালে এটি আফ্রিকা থেকে আমদানি করা হয়।

আগামী মার্চ থেকে শুরু খারিফ-১ মওসুমে ৫১ জেলায় আউসের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০ জেলায় নারিকা জাত চাষে ৩ কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এতে আউস চাষে ২ লাখ ও নারিকার জন্য ২০ হাজার কৃষক সহায়তা পাবে।

মতিয়া চৌধুরী বলেন, এছাড়া ৬৪ জেলায় পাট, ইক্ষু, মিষ্টি কুমড়ার বালাই দমনে ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা দেয়া হবে।

আউস চাষে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি করে পটাশ পাবে। নারিকার জন্য প্রত্যেক কৃষককে দেয়া হবে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ।

মন্ত্রী বলেন, এতে অতিরিক্ত ৭০ হাজার টন আউস ও ৬ হাজার টনেরও বেশি নারিকা উৎপাদিত হবে।
অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হান্নানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer