Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ১৫ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ঢাকা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। এ জয়ের ফলে ১৮ জুন অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।

রোহিত শর্মা ১২৩ ও বিরাট কোহলি ৯৬ রান করে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।

এর আগে দলীয় ৮৭ রানের সময় মাশরাফির বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিনি ৩৪ বলে ৪৬ রান করেন। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা সেঞ্চুরি করে দলকে সহজ জয়ের পথ দেখান। রোহিত মোস্তাফিজকে ছক্কা হাঁকিয়ে তার সেঞ্চুরি পূর্ণ করেন।

তামিম-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer