Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আইস টি নয়, গরমে গরম কমায় গরমাগরম চা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২৬ মে ২০১৭

আপডেট: ১১:০৪, ২৬ মে ২০১৭

প্রিন্ট:

আইস টি নয়, গরমে গরম কমায় গরমাগরম চা

ঢাকা : অনেকেই মনে করেন গ্রীষ্মকালে গরম খাবার এড়িয়ে চলাই ভাল। তাই যাঁদের গরম চা ছাড়া চলে না বা এক কাপ চা না হলে অফিসের কাজে মন বসে না এই গরমে তাঁদের বেশ সমস্যায় পড়তে হয়।

মাথা ধরা, ঝিমুনি, ক্লান্তির মতো উপসর্গ জাঁকিয়ে বসে। হাঁসফাঁস করা গরমে অনেকেই আবার আইস টি খান।

কিন্তু, জানলে অবাক হবেন গরমাগরম চা খেলে হাঁসফাঁস করা ভাব কমে। গরম কম লাগে। অনেকের মতে, আইস টি খেলে নাকি গরম বেশি অনুভূত হয়। তাই চিরকালীন অভ্যাস বজায় রাখুন। অহেতুক গরম চায়ের বদলে আইস টি খাবেন না।গরম চা খেয়েও কী ভাবে দেহকে ঠান্ডা রাখা যায়?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখনই কেউ গরম চা খান তাঁর দেহের তাপমাত্রা আগের থেকে অনেকটা বেড়ে যায়। ফলে অনেক বেশি মাত্রায় ঘাম বেরোতে থাকে শরীর থেকে।

 আর যত বেশি ঘাম হবে তত বেশি দেহ ঠান্ডা থাকবে। কারণ, শরীর থেকে ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহের লীনতাপ গ্রহণ করে। ফলে দেহ শীতল হয়। আর ঠিক উল্টোটা হয় আইস টি খেলে। ঠান্ডা হওয়ায় দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় না। ফলে ঘামও হয় না। আর ঘাম না হলে প্রাকৃতিক উপায়ে দেহ শীতল থাকে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer