Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আইভি রহমান বাংলাদেশের রাজনীতিতে অনির্বাণ শিখা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ২১ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আইভি রহমান বাংলাদেশের রাজনীতিতে অনির্বাণ শিখা

ঢাকা : বেগম আইভি রহমানের স্মরণ সভায় বক্তরা বলেছেন, একুশ আগস্ট গ্রেনেড হামলায় জীবনদানকারী বেগম আইভি রহমান বাংলাদেশের রাজনীতিতে অনির্বাণ শিখা হয়ে জ্বলবেন। তিনি বীরের মত মৃত্যুবরণ করেছেন।

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে বেইলী রোডে ‘আইভি রহমান অডিটরিয়ামে বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা আরও বলেন, দানবীয় গ্রেনেড হামলার শিকার শহীদ আইভি রহমান একজন বড়মাপের নেত্রী হয়েও সাধারণ কর্মীদের মধ্যে মিলে মিশে থাকতেন। একজন সফল নারী নেত্রী হিসেবে আন্দেলন-সংগ্রামে পুরোভাগে থেকে নেতৃত্ব দিতেন।

বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি সিতারা আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বেগম আইভি রহমান এ দেশের মানুষের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। তিনি দেশ ও দেশের মানুষের কথা ভেবে রাজনীতি করতেন। আইভি রহমান সব সময়ে সাধারণ কর্মীদের মধ্যে মিলে মিশে থাকতেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer