Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আইনস্টাইন ও হকিন্সকেও টপকাল ১২ বছরের রাজগৌরী!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ৬ মে ২০১৭

আপডেট: ২৩:১৫, ৬ মে ২০১৭

প্রিন্ট:

আইনস্টাইন ও হকিন্সকেও টপকাল ১২ বছরের রাজগৌরী!

ঢাকা : আইকিউ লেভেলে আইনস্টাইন ও স্টিফেন হকিন্সকেও টপকে যাওয়া ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের কিশোরী রাজগৌরী পাওয়ারকে মর্যাদাবান ব্রিটিশ মেনসা আইকিউ সোসাইটি’র সদস্য করা হয়েছে।

গত মাসে ম্যাঞ্চেস্টারে ‘ব্রিটিশ মেনসা আইকিউ’ টেস্ট হয়। রাজগৌরী সেই পরীক্ষায় অংশ নিয়ে বিস্ময়করভাবে ২২ পয়েন্ট বেশি পেয়ে জিনিয়াসদের জন্য স্থির করা ১৪০ পয়েন্টের বেঞ্চমার্ক টপকায়।

শুধু তাই নয়, এই পরীক্ষাতেই আইনস্টাইন ও স্টিফেন হকিন্স পেয়েছিলেন ১৬০ পয়েন্ট। সেখানে রাজগৌরী পেয়েছে ১৬২। সারা বিশ্ব থেকে এই পরীক্ষায় ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

মেনসা সূত্রে খবর, রাজগৌরীই একমাত্র প্রতিযোগী যে এই স্কোর করেছে। এমন দারুণ পারফরম্যান্স করার পর বৃহত্তর ম্যাঞ্চেস্টারের সেইল শহরের বাসিন্দা রাজগৌরী বলেছে, ‘পরীক্ষার আগে একটু টেনশনে ছিলাম বটে। তবে ভাল স্কোর করতে পেরে খুশি।’

রাজগৌরীর বাবা সূর্য কুমার পাওয়ার জানান, এটা কখনও সম্ভব হত না যদি না শিক্ষকেরা এবং স্কুল তাঁরে মেয়েকে সহযোগিতা না করত!

রাজগৌরীর স্কুল আল্ট্রিনচাম গার্লস গ্রামার স্কুলও তার এই পারফরম্যান্সের জন্য গর্বিত। স্কুলেরই অঙ্ক শিক্ষক অ্যান্ড্রু ব্যারি বলেন, ‘প্রত্যেকে খুব খুশি। খুব ভাল ছাত্রী রাজগৌরী। এ ধরনের রেজাল্ট তার কাছ থেকে প্রত্যাশিতই ছিল।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer