Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আইন লঙ্ঘন : সৌদি আরবে ২৪ হাজার বিদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ২০ নভেম্বর ২০১৭

আপডেট: ১৩:০৯, ২০ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

আইন লঙ্ঘন : সৌদি আরবে ২৪ হাজার বিদেশি আটক

ঢাকা : ভিসা, বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তিনদিনে ২৪ হাজার বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ভিসার শর্ত ভঙ্গ হয়েছে এমন ২৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।  

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ হাজার ৭০২ জনকে আটক করা হয়েছে বসবাসের আইন (আকামা) লঙ্ঘন করেছেন। তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ৪২ শতাংশকেই মক্কা নগরী থেকে আটক করা হয়।বাকিদের মধ্যে রাজধানী রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির প্রদেশ থেকে ১১ শতাংশ, জাযান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশকে আটক করা হয়েছে।

ভিসার শর্ত লঙ্ঘন করেছেন এমন বিদেশিদের পরিবহন সুবিধা দেওয়া বা অন্য সুযোগ দেওয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করা হয়েছে। অন্যান্য আটক বিদেশিরা কোন কোন দেশের নাগরিক তার কিছু বলা হয়নি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer