Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

আইওএস’র স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ৯ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:১৩, ১০ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

আইওএস’র স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে বাংলাদেশ

ঢাকা : যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন- অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বের প্রত্যাশায় বাংলাদেশের পক্ষ থেকে সংগঠনটির স্থায়ী পর্যবেক্ষক হওয়ার বিষয়ে এর আগে আবেদন করা হয়েছিলো।

সংগঠনের মহাসচিব লুইস আলম্যাগ্রো সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এক চিঠির মাধ্যমে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে মহাসচিব বলেন, এ মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বর্তমান সদস্য ৩৫টি দেশ। এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে ৭২টি দেশের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer