Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আইএসের সঙ্গে প্রথমবারের মতো লড়াইয়ে ইসরাইলি সেনারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ২৭ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:১৫, ২৮ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

আইএসের সঙ্গে প্রথমবারের মতো লড়াইয়ে ইসরাইলি সেনারা

ঢাকা : প্রথমবারের মতো ইসরাইলি সেনাদের সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের যোদ্ধারা যুদ্ধে জড়িয়েছে। এতে চার আইএস জঙ্গি নিহত হয়েছে।

রোববার সকালে ইসরাইল দখলকৃত সিরিয়ার গোলানে এ লড়াইয়ের ঘটনা ঘটে।

ইসরাইলি সেনা মুখপাত্র লে কর্নেল পিটার লেরনার বলেন, গোলান হেইটসে সেনাদের একটি টহল দল মেশিনগান এবং মর্টার হামলার শিকার হয়।

এসময় হামলাকারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করে সেনারা। একপর্যায়ে মেশিনগানবাহী একটি গাড়ি লক্ষ্য করে যুদ্ধবিমান হামলা চালায়। এতে ওই গাড়ির যাত্রীরা নিহত হয়।

নিহতরা সবাই আইএসের শাখা `শুহাদা আল-ইয়ারমুক`র সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই সংগঠনটি গোলান হেইটসের পার্শ্ববর্তী ওই এলাকা নিয়ন্ত্রণ করছে।

এই সংঘর্ষের ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের কোনো সদস্য হতাহত হয়নি বলে জানান সেনা মুখপাত্র পিটার লেরনার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer