Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অ্যাপেলে বিং এর বদলে গুগল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অ্যাপেলে বিং এর বদলে গুগল

ঢাকা : অ্যাপল ওয়েব অনুসন্ধানের ডিফল্ট অ্যাপ হিসেবে মাইক্রোসফট বিং এর বদলে এখন থেকে ব্যবহার করবে গুগল।

অর্থাৎ সিরির কাছে এখন ইন্টারনেটে কিছু অনুসন্ধান করতে চাইলে বিং এবং স্পটলাইটের পরিবর্তে গুগল এ ফলাফল পাওয়া যাবে।

আপেলের ওয়েব ব্রাউজার সাফারি এর ম্যাক এবং আইওএস ইতোমধ্যে গুগলকে তাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করেছে। টেক ক্রাঞ্চ সোমবার এক রিপোর্টে এমনটাই জানিয়েছে।

অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়, `সিরির ওয়েব অনুসন্ধান প্রদানকারী হিসেবে গুগল আসায়, আইওএস অনুসন্ধান এবং ম্যাকের উপর স্পটলাইট এই পরিসেবাগুলিকে সাফারি ডিফল্ট ওয়েব ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েব অনুসন্ধানের অভিজ্ঞতা দেবে।

এছাড়া অ্যাপলের সাথে গুগল এবং মাইক্রোসফটের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং সর্বোত্তম অভিজ্ঞতা সরবরাহের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer