Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অ্যান্ড্রয়েড ফোন কিনতে ৭৫ হাজার টাকা পাচ্ছেন মন্ত্রী-সচিবরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২১ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অ্যান্ড্রয়েড ফোন কিনতে ৭৫ হাজার টাকা পাচ্ছেন মন্ত্রী-সচিবরা

ঢাকা : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

সচিব বলেন, মোবাইল ফোনের বিল সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ এক হাজার ৫০০ টাকা পাবেন।

শফিউল আলম জানান, সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন দেওয়া হয়। এটি প্রস্তাব আকারে পেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব আরো বলেন, ২০০৪ সালে এ নীতিমালা প্রথম করা হয়। ওই সময় মন্ত্রী-সচিবরা পেতেন ১৫ হাজার টাকা করে। এ নীতিমালার আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer