Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অস্ত্র বিক্রির বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অস্ত্র বিক্রির বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় ভারত

 

ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে ইতিহাসের বর্বরোচিত রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদের অংশ হিসাবে যুক্তরাজ্য দেশটির সঙ্গে সব ধরণের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণার এক দিন পর বিশ্বজুড়ে নিন্দিত সেই দেশটিতে অস্ত্র বিক্রির আলোচনার কথা জানাল ভারত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে প্রচণ্ড চাপে থাকা মিয়ানমারের কাছে ভারতের অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা দেশটির প্রতি নয়াদিল্লির জোরাল সমর্থনের ইঙ্গিত বহন করছে। ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের নৌপ্রধানের নয়াদিল্লি সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে।

খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনার সিদ্ধান্ত দৃশ্যত এই অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে নিজেদের দাঁড়ানোর চেষ্টার অংশ।

মিয়ানমারে অস্ত্র বিক্রির আলোচনা পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিয়ানমারের নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer