Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অস্ত্র আমদানিতে বাংলাদেশ ১৮তম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অস্ত্র আমদানিতে বাংলাদেশ ১৮তম

ঢাকা : ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮তম। সম্প্রতি গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এসআইপিআরআই-এর করা গ্রাফ থেকে দেখা গেছে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে এশিয়া, ওশেনিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো। যার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮ নম্বরে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১২-১৬ সাল পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে চীন থেকে। নিজেদের আমদানি করা অস্ত্রের প্রায় ৭৩.৪৪% এসেছে চীন থেকে। পাকিস্তানের পরেই চীনের অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম বাজারও ছিলো বাংলাদেশ। দেশটির রপ্তানিকৃত অস্ত্রের ১৭.৮৫% এসেছে বাংলাদেশে।

বাংলাদেশে অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে চীনের পরেই ছিলো রাশিয়ার অস্থান। দেশটি থেকে ওই পাঁচ বছরে নিজেদের আমদানির ১২.৮১% অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ। এছাড়া নিজেদের আমদানি করা অস্ত্রের ৫.১৬% যুক্তরাষ্ট্র থেকে, ইতালি থেকে ৩.১০%, ইউক্রেন থেকে ২.৪৯%, ফ্রান্স থেকে ১.২৭%, সার্বিয়া থেকে ০.৯৪%, চেক রিপাবলিক থেকে ০.৩৮%, জার্মানি থেকে ০.৩৩% এবং তুরস্ক থেকে এসেছে ০.১৪% অস্ত্র।

প্রতিবেদনে বলা হয়েছ, ২০১২-১৬ পর্যন্ত অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত। এসয়ের মধ্যে তারা বিশ্বের রপ্তানি হওয়া অস্ত্রের ১২.৮% আমদানি করেছে দেশটি। তার আগের পাঁচ বছরে এই হার ছিলো ৯.৭%। ২০০৭-১১ পর্যন্ত অস্ত্র আমদানিতে ১১ তম অবস্থানে থাকা সৌদি আরব পরের পাঁচ বছরে অস্ত্র আমদানিতে উঠে এসেছে দুই নম্বরে। তারা আমদানি করে ৮.২% অস্ত্র।ওই প্রতিবেদনে ১৯৫০ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ত্র রপ্তানির একটি গ্রাফে দেখিয়েছে। যাতে দেখা গেছে, নব্বই দশক থেকে এপর্যন্ত গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হয়েছে। এসআইপিআরই এখানে অস্ত্র-শস্ত্র স্থানান্তরের জন্য ভিন্ন ধরণের ট্রেন্ড-ইনডিকেটর ভ্যাল্যু (টিআইভি) ব্যবহার করেছে। যেখানে অর্থের বিনিময়ে এবং দুই দেশের চুক্তির ভিত্তিতে- দুই ধরণের স্থানান্তরকেই ধরা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer