Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অস্কারজয়ী অভিনেতা মার্টিন লান্ডাউ’র জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অস্কারজয়ী অভিনেতা মার্টিন লান্ডাউ’র জীবনাবসান

ঢাকা : অস্কারজয়ী অভিনেতা মার্টিন লান্ডাউ শনিবার ৮৯ বছর বয়সে মারা গেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মার্টিনের সহযোগী ডিক গুটম্যান রোববার এ খবর জানান।

মার্টিন ১৯৬০ দশকের সাড়া জাগানো টিভি সিরিয়াল ‘মিশন ইম্পসিবল’ এ অভিনয় করেন। পরবর্তীকালে ১৯৯৪ সালে ‘ইড উড’ সিনেমায় অভিনয় করে অস্কার পুরস্কার পান।

মার্টিন ১৯৫০ এর দশকে ব্রডওয়েতে তার কর্মজীবন শুরু করেন। ১৯৫৯ সালের আগে আলফ্রেড হিকচকের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমাতে অভিনয় দিয়ে সিনেমা জগতে পা রাখেন ।

তার জীবনের অন্যতম সেরা অভিনয় ‘ক্লিওপেট্রা’, ‘দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড’ এবং ‘নেভাদা স্মিথ’।
তিনি ১৯৯৪ সালে ‘ইড উড’ নামের ভৌতিক সিনেমায় অভিনয় করে অস্কার জিতে নেন।
ম্প্রতি তিনি টিভির দুটি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer