Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

অশ্বিনের টেস্ট রেকর্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৬:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

অশ্বিনের টেস্ট রেকর্ড

ঢাকা : বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত রেকর্ড করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম টেস্টে খেলে ২৫০ টেস্ট উইকেট লাভের মাইলফলক অর্জন করেন তিনি। তার বর্তমান টেস্ট উইকেটের সংখ্যা ২৫১।
 
মধ্যাহ্ন ভোজনের বিরতির খানিক আগে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের উইকটটি নিয়েই এই মাইলফলকে পৌঁছান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই অলরাউন্ডার।
 
তার আগে ৪৮ টেস্ট খেলে এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। সেটা করেছিলেন ১৯৮১ সালে ভারতের বিপক্ষেই।
 
এবার সেই লিলিকেই পেছনে ফেললেন অশ্বিন। এই মাইল ফলকে পৌঁছাতে অশ্বিনকে খেলতে হয়েছে ৪৫টি টেস্ট। ৪৯ টেস্টে ২৫০ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
 
অশ্বিন এই টেস্টের প্রথম ইনিংসে ২৮.৫ ওভার বল করে ৯৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। তবে অশ্বিনের ঘুর্ণিতে যেভাবে ব্যাটসম্যনরা পরাস্ত হচ্ছেন না জানি তিনি কোথায় থামনে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer