Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১৩ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা : চলতি মাসের শেষ দিকে অর্ধ-বাষিক মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস) ঘোষণার আগে আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক (বিবি) অর্থনীতিবিদদের সঙ্গে একটি আলোচনা সভা করবে।

বাংলাদেশ ব্যাংক চিফ ইকোনোমিস্ট ইউনিটের জেনারেল ম্যানেজার ড. মো. ইজাজুল ইসলাম বলেন, ‘আমরা এ মাসে চলতি অর্থবছর ২০১৬-১৭ (অর্থবছর)-এর দ্বিতীয়ার্ধের এমপিএস ঘোষণা করতে যাচ্ছি। অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক শেষে আমরা এই ঘোষণার তারিখ চূড়ান্ত করবো।’

তিনি আরো বলেন, ওই বৈঠকে ২০১৭ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক নীতির অর্জন এবং দ্বিতীয়ার্ধের এমপিএস প্রস্তাবিত বিষযে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

এর আগে বিবি’র অর্থবিষয়ক উপদেষ্টা ড. মো. আখতারুজ্জামান বলেন, গত ডিসেম্বর নাগাদ ১২ মাসে দেশের গড় মুদ্রাস্ফীতি দাঁড়ায় ৫ দশমিক ৫২ শতাংশ। সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ২০১৭ অর্থবছরের জন্য মুদ্রাস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে ৫ দশমিক ৮ শতাংশ।

গত ২৯ ডিসেম্বর নাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার- যা দেশের ৮ মাসের আমদানি খরচ মিটানোর জন্য যথেষ্ট ছিলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer