Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রথম গান(ভিডিও)

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রথম গান(ভিডিও)

ঢাকা : ‘গল্প-কবিতা আর উপন্যাসে, আমার তোমার জানা স্বপ্ন ভাসে, নতুন পাতার চেনা গন্ধ আসে, প্রাণের মেলা, একুশে বই মেলা’- এমন গানের কথায় তৈরি হলো অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রথম গান।

দেবলীনা সুর ও ভারতীয় শিল্পী রণজয় ভট্টাচার্যের যৌথ কণ্ঠে ইতমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

কলকাতার সংগীতশিল্পী রণজয় ভট্টাচার্য কাজ করেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে। এর আগে দেবলীনা সুরের নতুন রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের কাজ করেছেন তিনি।

বাঙালির প্রাণের বইমেলা নিয়ে একটি গানের ব্যাপারে দুই শিল্পীর আগ্রহ দেখেই গানটি লেখেন সুমন সাহা। কণ্ঠের পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেন রণজয়।

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই ’গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer