Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল

ঢাকা : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক জয়নাল আবদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টা থেকে অভ্যন্তরীণ নৌ পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির পরবর্তী অবস্থা বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘূর্ণিঝড় মোরার কারণে আবহাওয়া অধিদফতর বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলায় বেলা ২টার পর অভ্যন্তরীণ ১২টি নৌ-রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer