Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অভিবাসীদের প্রতি হুঁশিয়ারি ডাচ প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অভিবাসীদের প্রতি হুঁশিয়ারি ডাচ প্রধানমন্ত্রীর

ঢাকা : অভিবাসীদের সতর্ক করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। দেশটিতে থাকা অভিবাসীদের উদ্দেশ্যে রুট বলেছেন, যেসব লোক নেদারল্যান্ডসে বাস করতে পছন্দ করেন না তাদের ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রুট বলেন, দেশটিতে আসা নতুন অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজেদের সাংস্কৃতিক আচরণ যেভাবে ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছেন সেটা সত্যিই বিরক্তিকর। খবর বিবিসির।

অভিবাসীদের কারণে ডাচদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অভিবাসীদের হাতেই দেশ চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, কিছু মানুষ নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছেন যা খুবই উদ্ভট আচরণ। এই দেশে নারী-পুরুষকে আলাদাভাবে দেখা হয় না। অথচ অভিবাসীদের কারণে এখন সেই পার্থক্য তৈরি হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer