Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার জনকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ২৫ অক্টোবর ২০১৬

আপডেট: ২৩:৩৭, ২৫ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার জনকে জরিমানা

গাজীপুর : গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী পল্লীবিদ্যুতের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় গাজীপুর মহানগরীর বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৪ জনকে ৩ লক্ষ ৮৫ হাজার ৬ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর মহানগরীর বাইমাইল, দেওলিয়াবাড়ি, কুদ্দুছনগরসহ আরো কয়েকটি এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে এমন অভিযোগরে ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে দেওলিয়াবাড়ির এলাকার নূরুল হকের স্ত্রী সামসুর নাহারকে ১ লক্ষ ৪৫ হাজার ৬৬ টাকা, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল রানাকে ১লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, কোনাবাড়ি বাইমাইল এলাকার শাহদাত হোসেনকে ২৮ হাজার ৩৪৮ টাকা এবং কুদ্দুছনগর এলাকার আওয়াল মোল্লাকে ১ লাখ ৩৭ হাজার ৭৯৬ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন-অর-রশিদ, গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার এজিএম জুনায়দুর রহমান , গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম নূরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার রোধ করতে পল্লীবিদ্যুতের ভ্রাম্যমান আদালত নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer