Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘অবৈধ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ১৯ নভেম্বর ২০১৭

আপডেট: ১৬:৫৬, ১৯ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

‘অবৈধ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে পারে না’

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সংসদের ১৫৪ সদস্য অনির্বাচিত। এই অবৈধ সরকারের অধীনে আগামী একাদশ নির্বাচন হতে পারে না।

রোববার দুপুরে ডিআরইউ মিলনায়তনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগির নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন।’

তিনি বলেন, ‘বিএনপি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এটি নির্বাচন কমিশন ও সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এখনই সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করুন।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer