Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

অপরাজেয় বাংলার ভাস্কর আবদুল্লাহ খালিদ মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ২১ মে ২০১৭

আপডেট: ১১:৫১, ২১ মে ২০১৭

প্রিন্ট:

অপরাজেয় বাংলার ভাস্কর আবদুল্লাহ খালিদ মারা গেছেন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্থাপিত বিখ্যাত ভাস্কর্য ‘অপারাজেয় বাংলা’র ভাস্কর ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিনগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিলের শেষ সপ্তাহে সিলেটে হাপানিসহ বার্ধক্যজনিত কারণে আবদুল্লাহ খালিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে প্রথমে সিলেটের রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২ মে তাকে রাজধানীর গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ১০ মে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) লাইফ সাপোর্টে রাখা হয়। এরমধ্যে শনিবার রাতে তিনি মারা যান। বাংলাদেশের স্বনামখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer