Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অন্টারিওর প্রাদেশিক পরিষদে জয়ী প্রথম বাংলাদেশি ডলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৮ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অন্টারিওর প্রাদেশিক পরিষদে জয়ী প্রথম বাংলাদেশি ডলি

ঢাকা : কানাডায় প্রথম বাংলাদেশি মেয়ে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক সংসদের এমপিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন। রেকর্ড অর্জন করা ডলির বিজয় যেন বাংলাদেশের বিজয়। 

মৌলভীবাজারের মেয়ে ডলি ১১ বছর বয়সে মা-বাবার সঙ্গে কানাডায় যান। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন। পরে সিটি অফ টরন্টোতে কর্মরত ছিলেন। তিনি এবার এনডিপি থেকে অন্টারিও এর স্কারবোরো নর্থসাউথ আসন থেকে এমপিপির মনোনয়ন পান। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রাদেশিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে তারুণের প্রতীক হিসেবে ১২৩জনের সঙ্গে সংসদের আসন লাভ করলেন।

ডলি ১৯৭৫১ তথা ৪৫.৫১% ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির গ্রে এলিয়েস পান ১৩,৫৯২ তথা ৩১.৩২% আর কনজারভেটিভ পার্টির লরেঞ্জো বেরারডিনেটি পান ৮,২১৫ অর্থাৎ ১৮.৯৩% এবং গ্রিন পার্টির ডেভিড গ্রান্ডে পান ১১৪৪.২৬% ভোট।

ডলি বলেন, নির্বাচনে আমি অভিভূত হয়েছি মতভেদ ভুলে বাঙালিদের ঐক্যবদ্ধতা দেখে। এ বিজয় আমার নয়; সকল বাংলাদেশির বিজয়। তাই ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের জয় অনিবার্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer