Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

অনিরাপদ লাউয়াছড়া: আবারও মায়া হরিণ ও চশমাপরা হনুমানের মৃত্যু

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অনিরাপদ লাউয়াছড়া: আবারও মায়া হরিণ ও চশমাপরা হনুমানের মৃত্যু

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হরহামেশাই ঘটছে বন্যপ্রাণির মৃত্যু। সেই তালিকায় যোগ হল আরও দুটি প্রাণী।

বৃহস্পতিবার জাতীয় উদ্যানের রেলগেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে মারা যায় একটি মায়া হরিণ। অপরদিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিমুলতলা এলাকায় বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে একটি চশমা পরা হনুমানের করুণ মৃত্যু হয়।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন সংরক্ষক মোঃ তবিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে জাতীয় উদ্যানের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে একটি মায়া হরিণ এবং মাধবপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় বৈদ্যুতিক লাইনে পৃষ্ট হয়ে একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়েছে। অনাকাঙ্খিত এই ঘটনা দু’টির জন্য বন্যপ্রাণি বিভাগ মর্মাহত।

ইতিপূর্বেও যানবাহনের চাকায় পৃষ্ট হয়ে কিংবা রেলপথ ও বৈদ্যুতিক লাইনে পৃষ্ট হয়ে বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণির মৃত্যুর ঘটনা ঘটেছে। অব্যাহত হারে বন্যপ্রাণির এই মৃত্যুর ঘটনা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ আর উৎকন্ঠা বাড়িয়ে দিয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer