Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অধ্যাপক হাবিবুরের মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন দিনের শোক

সজীব আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৮, ৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অধ্যাপক হাবিবুরের মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন দিনের শোক

ত্রিশাল (ময়মনসিংহ) : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ট্রেজারার অধ্যাপক এ এম শামসুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রোববার বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে তিনদিনের শোক ঘোষণা করেন। এছাড়া আগামী ৯ মে মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রোববার বাদ আসর তাঁর নিজ গ্রাম-আড়াগাঁও, ডাকঘর- অভয়পাড়া, উপজেলা- আটপাড়া, জেলা-নেত্রকোণায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer