Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?

ঢাকা : যখন প্রকাশ্যে নারীর অবগুণ্ঠন ছাড়া বেরনোও নিষিদ্ধ ছিল৷ তখন ঋতুস্রাবের এই পাঁচটা দিন কী করতেন মহিলারা? কেমন করে সামলাতেন সবকিছু? প্রশ্নের উত্তরে বেশ কিছু আজব উত্তরে মিলেছে 

১) প্যাপিরাস – এক ধরনের মোটা কাগজ৷ যা প্রাচীন মিশরবাসী ব্যবহার করতেন লেখার জন্য৷ এই কাগজই সে সময়ের মহিলা ভিজিয়ে নরম করে নিতেন আর তা ঋতুস্রাবের সময় ব্যবহার করতেন৷

২) শৈবাল – হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ প্রাচীনকালে মহিলার ঋতুস্রাবের সময় শৈবাল ব্যবহার করতেন৷ কিছু গাছ একত্রিত করে একটি কাপড়ের ভিতরে পুরে তা সেলাই করে নেওয়া হত৷ তাই কাজে আসত৷

৩) বালি – এই পদ্ধতি ব্যবহার করতেন চিনের বাসিন্দারা৷ একটি কাপড়ে প্রচুর বালি পুরে নেওয়া হত৷ যখন কাজ শেষ হয়ে যেত বালিগুলি ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে নেওয়া হত৷

৪) ঘাস – শৈবাল বা বালির মতোই ঘাস ও কাপড়ে ভরে ব্যবহার করা হত৷ এই উপায়ে ঋতুস্রাবের মোকাবিলা সাধারণত করতেন৷ যদিও এই উপায় একেবারেই স্বাস্থ্যসম্মত নয়৷

৫) ব্যান্ডেজ – এই পদ্ধতি তর্কসাপেক্ষভাবে ফ্রান্সের নার্সরা আবিষ্কার করেছিলেন৷ যখন তাঁরা দেখলেন সৈনিকের রক্ত অনায়াসেই ব্যান্ডেজগুলি শুষে নিতে পারছে তখনই ঋতুস্রাবের সময় এগুলি ব্যবহার করার কথা মাথায় আসে তাঁদের৷

৬) কাঠ – হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন গ্রিসের বাসিন্দারা এই পদ্ধতিই ব্যবহার করতেন৷ ছোট কাঠের টুকরো নিয়ে তার উপরে পশম বা কাপড়ের সূক্ষ্ম রোঁয়া লাগিয়ে নিতেন৷ আর সেটি বেশ কষ্টদায়ক প্রক্রিয়া৷

এছাড়াও বিভিন্ন সময় মহিলাদের মাসের এই পাঁচ দিন কাপড়, তুলো কিংবা পশুর ছালের উপর নির্ভরশীল থাকতে হত৷ যাই হোক, আপাতত আপনাদের কাছে উত্তম সমাধান রয়েছে মাসের এই পাঁচটা দিন মোকাবিলা করার জন্য৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer