Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অতিরিক্ত অভিবাসন ফি নিলে ব্যবস্থা : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২৮ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অতিরিক্ত অভিবাসন ফি নিলে ব্যবস্থা : মন্ত্রী

ঢাকা : কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে এখন একজন বাংলাদেশিকে এক লাখ ৬০ হাজার টাকা অভিবাসন ফি দিতে হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

এর চেয়ে বেশি অর্থ কোনো এজেন্সি নিলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করার পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটনে বায়রা সচিবালয়ে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যদের সম্পৃক্ত করার লক্ষ্যে `বায়রা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’-এর উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম বিএসসি বলেন, এক লাখ ৬০ হাজার টাকা আমরা নির্ধারণ করে দিয়েছি। এর থেকে যদি বেশি হয়, তাহলে আমাদের কাছে যদি কোনো রকমের কমপ্লেইন আসে, উপযুক্ত ব্যবস্থা নেব।

যাঁরা বিদেশে যাবেন, তাঁদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা বেশি টাকা দিয়ে যাবেন না। আপনারা নির্দিষ্ট ফি দিয়েই যাবেন। কত ফি আসে আপনারা আমাদের থেকে জেনে নেবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer