Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু নির্মাণে ব্যয় সাড়ে ১১ হাজার কোটি টাকা

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ৪ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০৪:১২, ৫ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু নির্মাণে ব্যয় সাড়ে ১১ হাজার কোটি টাকা

ঢাকা : পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ১১ হাজার ৬১৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

রোববার জাতীয় সংসদে মুহাম্মদ মিজানুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পের অগ্রগতির মধ্যে মূল সেতু নির্মাণ ৩১ শতাংশ, নদীশাসন কাজ ২৬ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ৮২ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ১০০ শতাংশ, সার্ভিস এরিয়া-২ নির্মাণ ১০০ শতাংশ মিলিয়ে সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩৭ শতাংশ।

সেতুমন্ত্রী জানান, আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়ায় সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে সেতু নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এ সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত টোল অপারেটরের মাধ্যমে এই সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হবে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer