Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ ভাদ্র ১৪২৫, রবিবার ১৯ আগস্ট ২০১৮, ৬:০১ অপরাহ্ণ
Globe-Uro

এ বার থ্রিলারে কোয়েল মল্লিক


২০ জুলাই ২০১৮ শুক্রবার, ১২:১৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এ বার থ্রিলারে কোয়েল মল্লিক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার দেখা যাবে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন থ্রিলার ছবিতে। আর এই ছবিতে তিনিই সব। তাঁকে ঘিরে রয়েছে নানা চরিত্র। বিভিন্ন ভূমিকায় দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী প্রমুখকে।

‘‘আমার চরিত্রের নাম বিদিশা। মেয়েটি স্বাধীনচেতা, ঠোঁটকাটা। পেশায় সাংবাদিক। স্কুটি চালিয়ে বিভিন্ন জায়গায় যায়। থ্রিলারকেন্দ্রিক জঁর হলেও ছবিটা ভীষণই রিয়্যালিস্টিক এবং আর্বান। মেয়েটি ঠোঁটকাটা বলে সমস্যাতেও পড়ে,’’ ফোনে ভারতীয় এক গণমাধ্যমকে এসব বলেন কোয়েল।

এ মাসের শেষে শুটিং শুরু হতে চলেছে ছবিটির। সঙ্গে কোয়েলের ‘যকের ধন’-এর সিকুয়েলের শুটও চলবে। বললেন, ‘‘প্রথম বার ট্রেজ়ার হান্ট জঁরেও কাজ রব। এখানে আমার চরিত্রের নাম রুবি চ্যাটার্জী। সে ডাক্তার। একেবারেই অ্যাডভেঞ্চারাস নয়, ঘটনাচক্রে তার মধ্যে ঢুকে পড়ে। দুটোই আমার কাছে একদম নতুন ধরনের গল্প।’’

থ্রিলার ছবির শুটিং হবে কলকাতার ব্যস্ত রাস্তায়। অন্য দিকে ‘যকের ধন’-এর শুটিং হবে তাইল্যান্ডের ক্র্যাবিতে। আনন্দবাজার পত্রিকা 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

আনন্দধারা -এর সর্বশেষ

Hairtrade