Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ কার্তিক ১৪২৫, বুধবার ২৪ অক্টোবর ২০১৮, ১:১৫ পূর্বাহ্ণ
Globe-Uro

কবি বেলাল চৌধুরী আইসিইউতে


০৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার, ১১:৫৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


কবি বেলাল চৌধুরী আইসিইউতে

ঢাকা : বিশিষ্ট কবি বেলাল চৌধুরীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঈদের রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে, সে রাতেই তাকে আইসিইউতে শিফট করা হয়।

কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানান, তার বাবার চিকিৎসার জন্য ডা. ফিরোজ আহমেদ কোরাইশির নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ড তাদের জানিয়েছে, তার বাবার শারীরিক অবস্থা এখন স্টেবল আছে।

ষাটের দশকের এ কবি গত ২৭ আগস্ট নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ওই হাসপাতালেরই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। একুশে পদকপ্রাপ্ত এ কবি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি সমস্যায় ভুগছেন। -বাসস

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।