Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫৫ অপরাহ্ণ
Globe-Uro

ছবিতে মাহির নায়ক হচ্ছেন আসিফ


১৫ জুলাই ২০১৮ রবিবার, ০৩:২১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ছবিতে মাহির নায়ক হচ্ছেন আসিফ

ঢাকা : ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে আসিফ। এতদিন ভক্তরা তাকে দেখেছে গানে অথবা গানের মিউজিক ভিডিওতে অভিনয় করতে। তবে এবার আর গান নয়, ছবি নিয়ে হাজির হবেন দর্শকের সামনে।

সৈকত নাসিরের ভিআইপি নামক একট ওয়েব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মূলত নির্মাতার অনুপ্রেরণায় ছবিটি করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক।

অন্যদিকে, পরিচালক সৈকত নাসির ছবিটি নিয়ে খুব আশাবাদী। ফেসবুকে তিনি লিখে জানিয়েছেন এবার ওয়েব সিনেমা। ছবির দৈর্ঘ্য ১৪০ মিনিট। কেমন ছিলো সারপ্রাইজটা?

আসিফ জানিয়েছেন তাঁর বিপরীতে নায়িকা মাহির অভিনয় করার কথা রয়েছে। এদিকে অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিটির চিত্রনাট্য লিখছেন আসাদ জামান ও পরিচালক নিজেই। আসন্ন ঈদের পরেই পরিচালক ছবির শুটিংয়ে যাবেন। এরইমধ্যে ছবির একটা পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। পোস্টারে রয়েছে আসিফের ছবি। সেখানে ইতিবাচক মন্তব্যই দেখা গেছে।

এর আগে দেশা দ্যা লিডার’ ছবিটি নির্মাণ করে বেশি আলোচিত হয়েছিলেন সৈকত নাসির।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।