Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৩০ অগ্রাহায়ণ ১৪২৪, বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০১৭, ৪:০৮ অপরাহ্ণ
Globe-Uro

৬৫-তেও নতুন রূপে রেখা


০৬ ডিসেম্বর ২০১৭ বুধবার, ০৩:১৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


৬৫-তেও নতুন রূপে রেখা

ঢাকা : আশির দশকের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী রেখাকে এখনো বলা হয়ে থাকে `বলিউডের দেবী`। রেখার সিনেমা জীবনের মতোই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে রয়েছে অনেক রহস্যের জাল।

এখনো সে রহস্য পুরোটা জানতে পারেননি তার ভক্তরা। সম্প্রতি, রেখার কিছু অসাধারণ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ৬৫ বছর বয়সী রেখাকে মনে হচ্ছে ২২ বছরের তরুণী। অনেকেই হয়তো দেখে চিনতেই পারছেন না। আবার অনেকে চিনতে পেরে অবাক হচ্ছেন।

ছবিটির আসল রহস্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বর্তমান সময়ের ছবিও হতে পারে এটি। ছবিটিতে যথেষ্ট পরিমাণ নিখুঁত মেকআপ এবং ফটোশপের কারুকাজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

না হলে একজন ৬৫ বছর বয়সী নারীকে ২২ বছরের করে তোলা হয়ত, এত সহজ হবে না। তবে রেখাকে বলিউডের চির তরুণীও বলা হয়।

বর্তমানে কোনো ছবিতে তাকে দেখা যাচ্ছে না। তবে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে তার দেখা মেলে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।