Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৬ শ্রাবণ ১৪২৫, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:০৪ অপরাহ্ণ
Globe-Uro

৫ জানুয়ারি সমাবেশের অনুমতি পায়নি বিএনপি


০৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১০:০৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


৫ জানুয়ারি সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

ঢাকা : ৫ জানুয়ারি উপলক্ষে উন্মুক্ত স্থানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে এ কথা জানান দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)।

ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে।

সাংবাদিকদের এ্যানী জানান, ডিএমপি থেকে আমাদের ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয়নি।আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।