Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ অগ্রাহায়ণ ১৪২৫, বুধবার ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ পূর্বাহ্ণ
Globe-Uro

২৪ এপ্রিল রাষ্ট্রপতির শপথ


১৪ এপ্রিল ২০১৮ শনিবার, ০৭:৪৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


২৪ এপ্রিল রাষ্ট্রপতির শপথ

ঢাকা :দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে শপথ পড়াবেন।

শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শপথের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন রাষ্ট্রপতি।

এর আগে শপথের জন্য ১৫ এপ্রিল দিন রাখা হলেও তার এক দিন আগে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার কথা জানানো হল।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।