Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ২৬ মার্চ ২০১৯, ১২:৪২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

১৯ জুলাই বাকৃবি’র ৫৭ বর্ষপূর্তিতে আসছেন রাষ্ট্রপতি 


০৬ জুলাই ২০১৮ শুক্রবার, ১১:৫১  পিএম

বাকৃবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


১৯ জুলাই বাকৃবি’র ৫৭ বর্ষপূর্তিতে আসছেন রাষ্ট্রপতি 

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তিতে আগামী ১৯ জুলাই হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হবে।

শুক্রবার দুপুর আড়াইটার দিবে বাকৃবি সাংবাদিক সমিতিতে এক বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন তথ্য জানান অনুষ্ঠানের তথ্য ও প্রচার কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ. আল মামুন।

এতে তথ্য ও প্রচার কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আখতার হোসেন চেীধুরী জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম অফিসে, কৃষিবিদ ইনস্টিটিউশন ও অনলাইনে (bauaa.org.bd) রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফিসহ যাবতীয় তথ্য দেওয়া আছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ শে জুলাই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিক্ষা -এর সর্বশেষ