Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ৬:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

‘১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা’


০৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০৬:০৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


‘১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা’

ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন, তা আগামী ১৩ জানুয়ারি জানা যাবে।

ওই দিন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

ফখরুল বলেন, ওই দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জোটের প্রার্থী ঘোষণা করা হবে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।