Bahumatrik :: বহুমাত্রিক
 
২৬ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ৮:০৭ অপরাহ্ণ
Globe-Uro

হুমায়ূনের জন্মদিনে গাজীপুরে ব্যতিক্রমী সব আয়োজন


১৩ নভেম্বর ২০১৭ সোমবার, ০৯:৪২  পিএম

সৈয়দ মোকছেদুল আলম

বহুমাত্রিক.কম


হুমায়ূনের জন্মদিনে গাজীপুরে ব্যতিক্রমী সব আয়োজন
ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : সমকালীন বাংলা সাহিত্যের নন্দিত লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকীতে সোমবার গাজীপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়।

এদিন সকালে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন কেক কেটে এ জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। এর আগে তিনি হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মেহের আফরোজ শাওন এর সাথে ওই সময় উপস্থিত ছিলেন ছেলে নিশিত নিনাদ, নুহাশ চলচ্চিত্রের সহকারি পরিচালক জুয়েল রানাসহ স্থানীয় পিরুজালি গ্রামের হুমায়ূন ভক্তরা। শেষে নুহাশ পল্লীর ভাস্কর্য আসাদুজ্জামান খানের ৬৯টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। শিল্পকর্মের মধ্যে ছিল পাখি, ডাইনোসর, সাপ, গাছপালা ইত্যাদি।

হিমু পরিবহণের ব্যতিক্রমী আয়োজন : হূমায়ূন আহমেদের সৃষ্টি হিমু চরিত্রের ভক্তকুল দিবসটি উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। তাদের সংগঠন ‘হিমু পরিবহণ’-গাজীপুর এর উদ্যোগে সকাল ৯টায় মহানগরীর রাজবাড়ি মাঠ থেকে ৩০ জনের সাইকেল র‌্যালি বের করে। সংগঠনের মনোগ্রাম অঙ্কিত হলুদ টি শার্ট পরা সাইকেল চালক-আরোহীরা মাঠ থেকে ২৬ কিঃমিঃ দূরে অবস্থিত নুহাশ পল্লীর উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে জয়দেবপুর-চৌরাস্তা সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তারা ক্যান্সার সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করে।

পরে পিরুজালী গ্রামে নুহাশ পল্লীতে হুমায়ূন সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে সংগঠনের সদস্যরা গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

 অধ্যাপক মুকুল কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক অসীম বিভাকর, হুমায়ূন নির্মিত নাটক-সিনেমার অভিনেত্রী অতি-পরিচিত-মুখ গাজীপুরের সন্তান হুসনে আরা পুতুল অংশ নেন। সাংস্কৃতিক পর্বে হুমায়ূনের গান গেয়ে সবার মন জয় করেন দৌলত ঈশান। তার সাথে তবলায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৈয়দ আবু আল মামুন। কবিতা আবৃত্তি করেন মুন্নী।

এরপর কেক কেটে হিমু পরিবহণ সদস্যদের আয়োজিত হুমায়ূন জন্মোৎসব অনুষ্ঠানের এবারের মত সমাপ্তি টানেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।